yule mim darjeeling tea

বিজ্ঞাপনে চা

Andrew yule কোম্পানির চায়ের ব্যবসা শুরু হয়েছিল ঔপনিবেশিক শাসনের সময় থেকে। আরো কিছুটা পিছিয়ে গেলে আমরা দেখতে পাব যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় থেকেই চায়ের ব্যবসা এবং চায়ের আমদানি ও রফতানি শুরু হয় ভারতে। ১৮৩৮ সালে প্রথম ভারতে উৎপাদন করা চা পাঠানো হয় লন্ডনে। এরপর থেকে সময় যত এগিয়েছে আমাদের দেশে চা শিল্পের প্রসার ঘটেছে এবং এর জন্য উত্তরপূর্বের রাজ্যগুলির অর্থনৈতিক অবস্থাও উন্নততর হয়েছে, বিশেষ করে দার্জিলিং এবং আসামে। সেই সময় থেকেই এত বেশি চা উৎপাদন শুরু হয় যে চায়ের ক্রয়-বিক্রয়ের জন্য বাজারকে আরও প্রসারিত করতে হয়। ১৮৬১ সালে বিশ্বের মধ্যে প্রথম চায়ের auction হয় এই কলকাতার মাটিতেই। Andrew yule ভারতে জুট ও তুলোর পাশাপাশি চায়ের ব্যবসাও শুরু করে। ১৮৭৩ থেকে ১৮৮০ সালের মধ্যে দার্জিলিং এবং অসমের বিভিন্ন জায়গায় চা বাগান তৈরি করে তারা চা উৎপাদন শুরু করে।

Andrew yule and George yule
এন্ড্রু ইউল জর্জ ইউল

Andrew yule ও তাঁর দাদা George yule তাঁদের পারিবারিক ব্যবসা শুরু করেন বিলেতে। ১৮৭৫ সালে দুই ভাই নিজেদের ভেতর চুক্তি করে পাঁচ বছরের জন্য। এর ফলে George yule ম্যানচেস্টার থেকে কলকাতায় চলে আসেন তাঁদের পারিবারিক ব্যবসা সামলাতে। বিভিন্ন ব্র্যান্ডের চায়ের বিজ্ঞাপনের নান্দনিক দিক নিয়ে আলোচনার সঙ্গে পাঠকদের যদি সেইসব চা কোম্পানির গোড়াপত্তনের ইতিহাস কিছুটা জানাতে পারি মনে হয় ভাল লাগবে।

mim darjeeling roasted tea

উদার মানসিকতার ব্যক্তি ছিলেন George yule, কলকাতায় আসার পরে যত সময় এগোতে থাকল ততই ইউল সাহেব কলকাতার বিশিষ্ট নাগরিকদের মধ্যে অন্যতম হয়ে উঠলেন। ১৮৭৮ থেকে ১৮৭৯ তিনি বেঙ্গল চেম্বার অফ কমার্স-এর সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। পরে ১৮৮৬ সালে তিনি কলকাতার শেরিফ হন। ১৮৮৮ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতির দায়িত্ব নেন। মোট তিনজন ইওরোপিয়ান কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, George yule ছিলেন তাঁদের অন্যতম। তিনি এলাহাবাদে আয়োজিত কংগ্রেসের চতুর্থ অধিবেশনে অংশ নেন। কংগ্রেস সভাপতি হিসেবে তাঁর ভাষনে তিনি ইন্ডিয়া বিল সম্পর্কে বিশদে আলোচনা করেন। তাঁর মৃত্যুর পরেও Andrew yule কোম্পানি তিনটি চা বাগান প্রতিপালন করছিল এবং সেইসব চা বাগানে উৎপাদন করা চা ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে এক্সপোর্ট করত। স্বাধীনতার পরেও চা ব্যবসায় এই সংস্থার শ্রীবৃদ্ধি ঘটে।

yule tea

এই কোম্পানির কোনও আউটলেট কোথাও না থাকলেও কলকাতার ক্লাইভ রো তে কোম্পানির প্রধান কার্যালয় ইউল হাউসে একটি ছোট বিপনন কেন্দ্র ছিল অনেকদিন পর্যন্ত। অসম ও দার্জিলিং-এর চা বাগান গুলো থেকে ইউল কোম্পানির চা কলকাতায় আসতো এবং জে টমাসসহ অন্যান্য সংস্থার মাধ্যমে চা এক্সপোর্ট এবং ডিস্ট্রিবিউট করা হত।

yule tea

১৯২৫ সালে ইউল টাইদের পক্ষ থেকে প্রকাশিত এক নথিতে দেখা যায় সেই সময় Andrew yule নিজস্ব ১৮টি চা বাগান ছিল। এক সময় ইউল টির বিজ্ঞাপন বহু পত্র-পত্রিকায় চোখে পড়ত কিন্তু বর্তমানে আর দেখা যায় না। সেইসব বিজ্ঞাপনের ভেতরে একটি বিজ্ঞাপনে বর্ষাকালে চায়ের প্রভাব সম্পর্কে ইংরেজিতে লেখা হয়েছে, ‘Tea and Monsoons a match made in heaven!’ তাদের দার্জিলিং টি এবং রোস্টেড টি র বিজ্ঞাপনগুলোও উল্লেখযোগ্য।

Mim tea Independence day

ভারতীয় স্বাধীনতার ৭৯তম বার্ষিকীতে ইউল টির বিজ্ঞাপনে ইউল টির অনেক গুলো ব্র্যান্ডের ছবি দিয়ে প্রচার করা হয়েছে। নানান বিবর্তনের মধ্যে দিয়ে এসে Andrew yule তখন ভারত সরকারের অধীনস্ত একটি সংস্থা। চা সংক্রান্ত বিজ্ঞাপন, চা উৎপাদনকারী সংস্থার ইতিহাস নিয়ে আলোচনা বা বিশ্লেষণ করতে গেলে Andrew yule কোম্পানির ইতিহাস এবং তাদের অবদানের উল্লেখ করাটা ভীষণই গুরুত্বপূর্ণ।