Durga lakshmi Saraswati

তিন দেবী, তিন আরাধ্যকাল

দুর্গাপুজো বা নবরাত্রি উদযাপনের মধ্যে দিয়ে একটা আধ্যাত্মিক ধারাবাহিকতা অনুসরণ করা হয়। প্রথমে আমরা মা দুর্গার পুজো করি যিনি শক্তি ও সুরক্ষার প্রতি সকল অশুভ অজ্ঞানতা ও প্রতিবন্ধকতা আমাদের জীবন থেকে দূর করেন। আর যখনই নেতিবাচকতা দূরীকরণ হয় তখন জ্ঞান ও সদ গুণের আবির্ভাব হয়। অশুভ শক্তি দমনের পরে আসে শান্তি ও সমৃদ্ধি।

আর ঠিক তখনই মা লক্ষী আমাদের জাগতিক ও সামাজিক সম্পদে ভরে দেন কিন্তু অর্থই তো সব নয় এটি সদ্ব্যবহারও আমাদের শিখতে হয়।

তাই তার পরে হয় মা সরস্বতীর আরাধনা, যিনি জ্ঞান সুশিক্ষা বোধোদয় প্রদান করেন আমাদের। সেই জন্যই তিনি শেষকালে পূজিত হন।

শক্তি থেকে সমৃদ্ধি, সমৃদ্ধি থেকে প্রজ্ঞা। সংক্ষেপে বলা চলে আমরা মা দূর্গার পুজো করি অন্ধকার দূরীভূত করতে। মা লক্ষ্মীর আরাধনা করি সমৃদ্ধি লাভ করতে। সরস্বতী পূজিত হন জ্ঞান প্রদান করতে।

কারণ শক্তি ও সমৃদ্ধির পরেই আসে জ্ঞান এবং শিক্ষা।