অজানার পথে

নিত্যদিনই এক অজানায়
চলছি তুমি আমি,
কর্মফলের  পানে চেয়ে
থাকেন প্রভু স্বামী।

যেদিন প্রথম ধরায় এলাম
শুরু সেদিন থেকে ,
পাপ ও পুণ্যের  জমা খরচ
চিত্রগুপ্ত লেখে।

জীবন তরী যাচ্ছে ভেসে
ওপার  যায় না দেখা,
কর্মফলেই পথের দিশা
বলে ভাগ্য  রেখা।

উথাল পাতাল  জলের  ঢেউয়ে
আমরা করি  নৃত্য,
সুখ বিলাসে থাকি মেতে
আমিত্ব বোধ চিত্ত।

বয়স বাড়ার সাথে সাথে
যাচ্ছে আয়ু কমে
কমছে শক্তি  ধরছে রোগে
মন হতাশায় দমে।