খালি মনে হয়
আটকে আছি
নিজের মাথায়
এমন শব্দের জালে
যা বলা হবে না কখনও।
বলব না বলে
শুনবে না তুমি।
ঐকমত্যের প্রশ্ন নেই
কথার পিঠে কথা নেই।
সব কথা তাই
ভেতরেই থাক।
সেখানে অন্য জগত
আর তুমি শুধু আমার।
যে সব শব্দের জালে
এখন আটকে আছি তা সব
তোমায় এখন বলা যাবে,
তোমায় জড়িয়ে ধরা যাবে,
তোমায় চুমু খাওয়া যাবে;
কিন্তু সেরকম নয় এই জগৎ।
তাই আমার ভাবনায় কেবল
সেই অন্য জগৎ,
আর প্রত্যেক ভাসানের আগে
নিজেকে অভিসম্পাত।