দক্ষিণ কলকাতার সেনবাড়িতে (পি ৭৮ লেক রোড কলকাতা ২৯)গত ১৩ জুলাই রবিবার “রবিবাসর”-এর ৯৬বর্ষের ৫ম অধিবেশনটি বসেছিল। সাহিত্যিক সম্পাদক সজনীকান্ত দাসের জন্মের ১২৫ বছর ও তাঁর সম্পাদিত ‘শনিবারের চিঠি’র শতবর্ষ’ বিষয় নিয়ে অধিবেশনে বলতে এলেন সজনীকান্তের দৌহিত্রী সাগর মিত্র। তথ্যসমৃদ্ধ সেই বক্তব্যে শ্রোতারা মুগ্ধ। তাঁকে শুরুতেই বরণ করে নিয়েছিলেন এই দিনের অনুষ্ঠানের আহ্বায়ক শঙ্কর ঘোষ। সভ্য সভ্যারা গানে, কবিতায়, শ্রুতি নাটকে, বক্তব্যে সন্ধ্যাটিকে আকর্ষণীয় করে তুলেছিলেন। অংশ নিয়েছিলেন মীনাক্ষি সিনহা, মমতা রায়, দিব্যেন্দু রায়, শেলী ভট্টাচার্য, পারমিতা রায়, কুমকুম চট্টোপাধ্যায়, পল্লব মিত্র. কল্যাণী সিনহা, দীপান্বিতা সেন, মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণপদ দাস, সুস্মিতা দাস, ঋজু রায়, অপর্ণা বিশ্বাস, কোহিনুর কুমার প্রমুখ।
উদ্বোধনী সংগীত পরিবেশন করলেন অতিথি শিল্পী অর্পিতা ভট্টাচার্য। সজনীকান্ত দাস শ্রীমতী পিকচার্সের ‘মেজদিদি’ এবং ‘দেবত্র’ ছবি দুটির গীতিকার ছিলেন। সুরকার কালীপদ সেন। সেই ছবি দুটি থেকে দুটি গান গেয়ে শোনালেন শঙ্কর ঘোষ। কৃষ্ণা সেন এই অনুষ্ঠানে এসে অনেকটা সময় কাটালেন। তিন ঘন্টাব্যাপী এই সান্ধ্য অধিবেশনের সঞ্চালনার গুরুদায়িত্ব সামলেছিলেন সংস্থার সম্পাদক অভিযান বন্দ্যোপাধ্যায়।