uttam gronto prokash

‘উত্তম’ গ্রন্থ প্রকাশ

গত ৩ সেপ্টেম্বর বুধবার মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষের সূচনা হয়ে গেল। নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে স্মরণ করা হয়েছে। মহানায়ক প্রতিষ্ঠিত ‘শিল্পী সংসদ’ -এর তরফ থেকে সন্ধ্যাবেলায় মহাজাতি সদনে এক বর্ণাঢ্য বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল উত্তম কুমারের উপর লেখা একটি গ্রন্থের প্রকাশ। গ্রন্থ রচয়িতা উত্তমকুমারের সমসময়ের সহশিল্পী শঙ্কর ঘোষ। গ্রন্থটির প্রকাশক কিশলয় প্রকাশন। গ্রন্থটি উদ্বোধন করলেন উত্তমকুমারের এক সময়ের বহু ছবির নায়িকা প্রখ্যাত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। 

মঞ্চ জুড়ে শিল্পী তারকায় পরিপূর্ণ। তারই মাঝখানে মাধবী মুখোপাধ্যায় উদ্বোধন করলেন গ্রন্থটির। উত্তমকুমার সম্পর্কে তিনি কিছু বললেনও। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিখ্যাত দুই বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় ও দেবাশীষ বসু। তত্ত্বাবধানে ছিলেন শিল্পী সংসদের বর্তমান সম্পাদক  সাধন বাগচী। মাধবী মুখোপাধ্যায়ের প্রতি নিজের কৃতজ্ঞতার কথা জানালেন রচয়িতা শঙ্কর ঘোষ। বৃষ্টি ভেজা সন্ধ্যায় বিরাট সংখ্যক দর্শক সমাগমের মধ্য দিয়ে গ্রন্থটি উদ্বোধিত হল।