festive-book-release

উৎসবলগ্নে পুস্তক প্রকাশ

গত ৫ সেপ্টেম্বর মহাবোধি সোসাইটি হলে সাড়ম্বরে প্রকাশিত হল কবি ও কথাকার পার্থপ্রতিম পাঁজা সম্পাদিত ছোট-বড় সবার মনের মতো শিশু-কিশোর উৎসব বার্ষিকী পৃথ্বীরাজ’, সঙ্গে আরও এক ডজন বই এবং বড়দের মননশীল পত্রিকা রোহিণী। প্রকাশক: রোহিণী নন্দন। এই উৎসববার্ষিকীটি প্রকৃত অর্থেই অভিনব, অন্যদের থেকে একেবারে আলাদা। এতে রয়েছে বিশ্ব শিশু-কিশোর সাহিত্য থেকে শুরু করে বাংলা সাহিত্যের উজ্জ্বল উদ্ধার। সেই সঙ্গে বর্তমান শিশু-কিশোর সাহিত্যের দিকপাল লেখক-লেখিকারাও চমৎকার সব গল্প, ছড়া, নিবন্ধে ভরিয়ে দিয়েছেন এই বার্ষিকীটিকে। 

এদিন প্রকাশ অনুষ্ঠানের মঞ্চে আক্ষরিক অর্থেই  বসেছিল চাঁদের হাট। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেজ প্রকাশনীর  কর্ণধার এবং পাবলিশার্স গ্রিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে, পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা কবি আশিস গিরি,‌ প্রাবন্ধিক বাসুদেব মোশেল, সভাপতি বিশিষ্ট চিন্তাবিদ, কবি গৌতম মুখোপাধ্যায়, মনস্তত্ত্ববিদ অরুণ অধিকারী, বিশিষ্ট কবি ও নিবন্ধকার হাননান আহসান, কবি ও ছড়াকার  উৎপল কুমার ধাড়া, নির্মল করণ, প্রদীপ আচার্য, স্বপন কুমার বিজলী, সেলিমা রহমান, নীতা দত্ত; গল্পকার অলোক বসু, উপগুপ্ত বন্দ্যোপাধ্যায়, তনুজা চক্রবর্তী; প্রচ্ছদশিল্পী প্রদীপ গুড়িয়া, অধ্যাপক বরেন্দু মন্ডল; প্রকাশক হরিদাস তালুকদার, সম্পাদক পার্থপ্রতিম পাঁজা প্রমুখ।পরে এসে যোগ দেন কবি চন্দন নাথ, কথাকার কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়, রাজীব শ্রাবণ এবং বিশিষ্ট সাংবাদিক ও কথাকার ঋতব্রত ভট্টাচার্য।

অনুষ্ঠানে চমৎকার নজরুল সংগীত পরিবেশন করে সবার মন ভরিয়ে দেন বিশিষ্ট নজরুল গবেষক, ছায়ানট-এর সভাপতি, সংগীতশিল্পী সোমঋতা মল্লিক।

অনুষ্ঠানে  সুধাংশুশেখর বাবু, হাননান আহসান, চন্দন নাথ, ঋতব্রত ভট্টাচার্য প্রমুখ পৃথ্বীরাজ পত্রিকার ভূয়সী প্রশংশার পাশাপাশি শিশু মন এবং শিশুসাহিত্য নিয়ে অত্যন্ত সারগর্ভ বক্তব্যও রাখেন। একটি পত্রিকার প্রকাশকে কেন্দ্র করে এমন মনোজ্ঞ আলোচনার অভিজ্ঞতা খুব কম ক্ষেত্রেই ঘটে। তাই চারিদিকে এই গেল গেল রবের মধ্যেও আশাবাদী হয়ে বলা যায় যে, পৃথ্বীরাজ কালে কালে একদিন শিশু-কিশোর সাহিত্যের সমুজ্জ্বল মুখপাত্র হিসেবে দিগ্বিজয়ী হবেই।