কবিতার কাছ থেকে চলে গেছি বহু দূরে
তাই তুই আমাকে চাস না
তোর একান্ত ভুবন দুলে ওঠে মোহন মুদ্রায়।
কবিতার কাছ থেকে কত দূরে যাবে তুমি?
কবিতা মাকড়শা ফাঁদ
পাতা জীবন ব্যাপার জুড়ে,
কাঠামো অবধি
একে ফেলে কত দূরে যাবি?
জীবনের গভীরে পাতা আছে তার ছায়া
তাকে কি হারিয়ে ফেলা যায়?
না, কক্ষনো যায় না।
তাই তো বদ্ধ ঘরের মধ্যে
স্বপ্ন পাখি হারিয়ে যায়-
কোথায় তাকে ধরবো?
আমার জীবন তোমরা কেন
ঠিক করে দেবে বলো?
মুক্ত জীবন চাইতে গিয়ে
চক্ষু ছলছল–
খাঁচার পাখি আমি নাকি
খাঁচায় ভরে রাখো?
বাহির বিশ্ব ডাকছে আমায়
ডাকো, আরও ডাকো।
বদ্ধ ঘরে থাকবো নাগো
মিষ্টি নেই, চকোলেট নেই –
জীবন যাচ্ছেতাই
হালুম, হুলুম, হাপুস, হুপুস
মিষ্টি খেতেই চাই।