নববর্ষের বুলি

চৌদ্দশো এই বত্রিশ তো, সদ্য শুরু সবে।
নতুন বছরে বঙ্গ জাতির, অনেক কিছুই হবে।
কী হতে ভাই -কী হবে, সে -সবই খোদার খুশি।
সমুখ চেয়ে হাঁটছি পিছে, নিজের ভাগ্য দুষী।

গণেশ লক্ষ্মী হালখাতা সব, কালবৈশাখী ঝড়ে–
চোর পুলিশের ছোঁয়াছুঁয়িতে এই বুঝি ধরা পড়ে-
জাত-পাত কানামাছি, দিন কাটে সব ত্রাসে।
ধর্ষণ খুন অক্লেষে ভুলি, নেতা খায় গোগ্রাসে।

কাঁচা পেঁয়াজে, পান্তা হাপুস, চোখে দিয়েছি ঠুলি।
গলদঘর্ম বেগার খেটে চপ-চানাচুর বুলি।
অদলবদল দলাদলি ভাই, সবটা ভাতের জন্যি,
যে যার মতো লুটোপুটি যাই, দুস্থ মান্যি গন্যি।

মদের দোকান বিরিয়ানি ভাত, নববর্ষে থালি।
সুখ নিদ্রা চলছে চলবে, আছেন জয় মা কালী।
যশ নেই আজ, মেধা অবসাদে, কাজ নিয়ে হাহাকার।
সুর তালহীন কথা ছোড়াছুড়ি, ছিঁড়ছে বীনার তার।

হুজুগেতে ভাষা বাঙালির ভিড়, আশা ও স্বপ্ন বুকে।
মাছভাজা দিয়ে ডাল ভাত খেয়ে, থাকুক বাঙালি সুখে।