দুর্গাপুজার দিনগুলিতে যাদের হৃদয়-মন মুড়ে যায় বেদনায়

এতোয়া একটু থামতেই সমবেত অসুরেরা চিৎকার করে তাকে সমর্থন জানাতে থাকে৷ এতোয়া তখন প্রায়শ্চিত্তের রায় শুনিয়ে বলা শুরু করে, প্রায়শ্চিত্ত করার জন্য মংরাকে একাদশীর দিন অসুর একতা সমিতিকে দিতে হবে একটা শুয়োর৷ এই শুয়োর বলি দিয়ে একাদশীর রাতে অসুর মহল্লায় ঘটা করে অসুররাজের বিশেষ আরাধনা হবে৷