বর্ষা গেলে শরৎ আসে
মায়ের গায়ে মাটি,
মনের মাঝে খুশির দোলা
ঢাকে পড়লো কাটি।
দূরের মাঠে কাশের মেলা
ঢেউ খেলে যায় হেসে ,
নীল গগনে মেঘের রাশি
যায় অজানায় ভেসে।
বৃষ্টি রোদের লুকোচুরি
সকাল বিকাল চলে ,
শতদলে পাপড়ি মেলে
পুকুর দিঘির জলে।
শিউলি ফুলের সুবাস ছড়ায়
মাতা আসছেন বলে ,
শিশির পড়ে ঘাসের ডগায়
রোদে ঝিকমিক জ্বলে।
শরৎ রাণীর আগমনে
জেগে ওঠে পাড়া,
পাড়ায় পাড়ায় প্যান্ডেল
বাঁধেন কর্মী আছেন যাঁরা।