bengali poem

একলা পথিক

একলা পথিক চলছে সোজা
পিঠে নিয়ে মস্ত বোঝা।
রোদ, বৃষ্টি, ঝড়ের দাপট
পথিক তবু পেরোয় যে পথ।
জীবন তাকে দেয় নি কিছু
দু:খে মাথা হয়নি নিচু।
অনেক কষ্টে লেখাপড়া
শিখে তবেই জীবন গড়া।
ফাঁকি কোথাও ছিল না তার
নিজের মানুষ রইল না আর।
উদার পথিক সবই দিল
আপন যাদের ভেবেছিল–
তারাই তখন সবই নিল
একলা তাকে ছেড়ে দিল।
জীবন-যুদ্ধে ক্লান্ত পথিক
বুঝতে পারল ঠিক বেঠিক।
অসার বিষয়-আশয় ঠেলে
বইয়ের বোঝা পিঠে ফেলে
অনির্দেশের পথের পানে
চলছে পথিক সে কোনখানে।