তোমার জন্মদিন

আজ তোমার জন্মদিন হলে
আমি বিধাতার নামে গান লিখতাম-

ভেসে যাওয়া তানপুরার জলে
অসময়ের পদ্ম তোমায় দিতাম-

অবসরে নির্জন
অভিমানের গুনগুন শীতঘুমে
যা বাকি আছে
তা শেষ হবে না আর কোনোদিন –

তোমার জন্মদিনে মৃত্যু বড়োই রঙিন
বিরহের আঁতুড়ঘরে হঠাৎ দরজা খুলেছে কেউ
ঢুকে পড়েছে বৈরাগী ফড়িং
ডানায় লিখেছে,আমি তোমায় ভালোবাসি।