Sanibarer Chithi - Udasiner Pandulipi

উদাসীনের পান্ডুলিপি

সেই যে উদাসীনের হাওয়া কৈশোর থেকে উত্তাল হয়ে উঠল, তাকে আর থামানো গেল না কিছুতেই। হৃদয় আউলিয়া বাউলিয়া করে মনফকিরাকে আস্তাকুঁড়ে ছুঁড়ে সাদা মেঘের ডানায় সে দাঁড়াল ‘কর্ম্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনে’র ছায়ায়। তাতেও কি শান্তি আছে, গোত্তা মারল ফ্রয়েড, পাভলভ, ডারউইন। সাইক্লোনে টর্নেডোতে উড়ে গেল সমস্ত আমার আমি। ব্ল্যাকহোলের সিঁড়িতে হাঁটছি। থরে থরে সাজানো আলো কই? এতো পাথর পাথর অন্ধকার। শব্দ সিঁড়ির পর শব্দ সিঁড়ি , শব্দ সিঁড়ি, শব্দ সিঁড়ি। শব্দেতর চিলেকোঠাতারপর নৈঃশব্দ, শূন্য কুসুম আলোর। শূন্যের পেটে পেটে এত বুদ্ধি, এত বিস্ফোরণ জানতাম না। জিরো সময় বইতে থাকল জিরো আকাশে।